ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলা! দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি নিয়ে পথচারীদের উপর এক দুর্বৃত্তের হামলায় দুই ব্রিটিশ পর্যটকসহ ৭জন আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক আফগান যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। খবর গার্ডিয়ানের। সোমবার সকাল ৮টায় (স্থানীয় সময় রোববার রাত ১১টায়) প্যারিসের ব্যাস্ততম পর্যটন এলাকায় লেকের পাশে এ ছুরি হামলার ঘটনা ঘটে।
ব্রিটিশ দুই পর্যটকের বুকে এবং অন্যদের মাথায় ছুরিকাঘাত করে হামলাকারী। এ ঘটনায় আহত সাতজনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আটক আফগান যুবকের নাম বা তার ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য প্রকাশ করেনি পুলিশ।
« সৌদিতে অমানবিক নিপীড়নের শিকার বাংলাদেশি নারী গৃহকর্মীরা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪ »