প্রাণের ৭১

চুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২ টা থেকে শুরু হয়ে চলবে সাত অক্টোবর বিকেল চারটা পর্যন্ত।

ভর্তিচ্ছুরা অনলাইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবেদন ও ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://web.cuet.ac.bd/admission2017 অথবা http://www.cuet.ac.bd/admission পাওয়া যাবে।

এবার চারটি অনুষদের সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টিসহ মোট ১৩০ টি আসন বৃদ্ধি করা হয়েছে।

২ নভেম্বর অুনষ্ঠিত ভর্তি পরীক্ষায় সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*