পরকীয়া বৈধ -ভারতীয় সুপ্রিম কোর্ট।
পরকীয়া কোনো অপরাধ নয় বলে রায় দিলেন ভারতের সুপ্রিমকোর্ট। এ ছাড়া পরকীয়া নিয়ে ৪৯৭ ধারা অসাংবিধানিক আইন। এ আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। মহিলাদের স্বাতন্ত্র্য খর্ব করে।
বৃহস্পতিবার পরকীয়া মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এএম খানউইলকর বলেন, পরকীয়া বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে। তবে এটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।
১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি কোনো মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল ও জরিমানা বা উভয়ই হতে পারে।
এ আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়। মামলাকারীর দাবি ছিল, ঔপনিবেশিক শাসনকালে পুরুষের সম্পত্তি হিসেবে গণ্য করা হতো মহিলাকে। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এ আইন।
কিন্তু বর্তমান সমাজব্যবস্থার পরিপ্রেক্ষিতে এ আইন বাতিল করা হোক। একই অপরাধে পুরুষকে দোষী করলে মহিলাকেও দোষী করতে হবে। সেই মামলাতেই রায় দিলেন সুপ্রিমকোর্ট।