প্রাণের ৭১

পরকীয়া বৈধ -ভারতীয় সুপ্রিম কোর্ট।

পরকীয়া কোনো অপরাধ নয় বলে রায় দিলেন ভারতের সুপ্রিমকোর্ট। এ ছাড়া পরকীয়া নিয়ে ৪৯৭ ধারা অসাংবিধানিক আইন। এ আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। মহিলাদের স্বাতন্ত্র্য খর্ব করে।

বৃহস্পতিবার পরকীয়া মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এএম খানউইলকর বলেন, পরকীয়া বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে। তবে এটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।

১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি কোনো মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল ও জরিমানা বা উভয়ই হতে পারে।

এ আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়। মামলাকারীর দাবি ছিল, ঔপনিবেশিক শাসনকালে পুরুষের সম্পত্তি হিসেবে গণ্য করা হতো মহিলাকে। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এ আইন।

কিন্তু বর্তমান সমাজব্যবস্থার পরিপ্রেক্ষিতে এ আইন বাতিল করা হোক। একই অপরাধে পুরুষকে দোষী করলে মহিলাকেও দোষী করতে হবে। সেই মামলাতেই রায় দিলেন সুপ্রিমকোর্ট।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*