ইন্দোনেশিয়াতে শুধু লাশ আর কান্না।
শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেখানে কম্পনের পর আছড়ে পড়ে প্রলয়ঙ্করী সুনামির ঢেউ।
সুউচ্চ ঢেউ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। এ ঘটনায় প্রায় ১ হাজার লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু এখানেই শেষ নয়। এখনও সেখানে সমুদ্রে ভেসে উঠছে লাশ, ধ্বংসস্তূপে পাওয়া যাচ্ছে মানুষের কান্নার স্বর।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও অনেক মরদেহ উদ্ধার করা যায়নি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সাগরতীরে অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সাগরপৃষ্ঠেও মৃতদেহ ভাসতে দেখা গেছে।
আন্তর্জাতিক সংগঠন রেডক্রস বলছে, রাস্তার পাশে ঢেকে রাখা হয়েছে সারি সারি মরদেহ। মরদেহের অদূরেই ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের কান্না। জীবনের এই আর্তনাদে সাড়া দিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।
বিদ্যুতহীনতা আর রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ার পাশাপাশি রয়েছে ভারি যন্ত্রপাতির অভাব।
সংস্থাটি জানায়, ক্ষয়ক্ষতির ব্যাপকতা সম্পর্কে এখনও পর্যন্ত খুব সামান্যই জানা গেছে। এমনও দুর্গত অঞ্চল রয়েছে, যেখানে এখনও পৌঁছানোই যায়নি।
সূত্র: সিএনএন