প্রাণের ৭১

বার্সেলোনায় বিক্ষোভের পর কাতালান নেতার প্রতি স্পেনের প্রধানমন্ত্রীর তীব্র ক্ষোভ প্রকাশ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিদ্রোহীদের উস্কে দেয়ার জন্যে কাতালান নেতা কুইম তোরার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কাতালানে সোমবার স্বাধীনতা পন্থীদের সাথে পুলিশের সংঘর্ষের পর তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
কাতালানের স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজনের বার্ষিকীতে সোমবার শত শত স্বাধীনতাপন্থী কাতালানিয়ার প্রাদেশিক সংসদ ভবনে পুলিশের প্রতিরোধ ভেঙ্গে প্রবেশ করে।
এ সময় পুলিশের সাথে স্বাধীনতাকামীদের সংঘর্ষ ঘটে।
কাতালানের উত্তর-পূর্ব এলাকায় স্বাধীনতাকামিরা অনেকে সড়কে অবস্থান নেয় এবং সড়ক ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়।
এসবে উস্কানির জন্যে স্পেনের প্রধানমন্ত্রী তোরাকে দায়ি করেন।
প্রধানমন্ত্রী সানচেজ তার টুইট বার্তায় বলেন, ‘কাতালান প্রেসিডেন্ট তোরাকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে। সকল কাতালানকে সাথে নিয়ে রাজনেতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কারণ সহিংসতা দিয়ে সামনে চলা যায় না।’



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*