মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী গ্রেফতার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রী রোশমাহ মনসুরকে গ্রেফতার করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির দায়ে বুধবার দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা তাকে গ্রেফতার করে । খবর এএফপি’র।
রোশমাহ’র আইনজীবী কে. কুমারেনড্রান এ কথা জানান। রোশমাহ’র স্বামী নাজিব রাজ্জাকের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
« ইন্দোনেশিয়ায় মউন্ট সপুটান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে »