কুর্মিটোলায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ আপিলে বহাল
রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা করে দেয়ার হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে দুর্ঘটনায় জড়িত বাস কোম্পানি ‘জাবালে নূর’ কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেয়।
জাবালে নূর পরিবহনের মালিকপক্ষকে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে দিতে গত ৩০ জুলাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
সেই সাথে আদালত আহত নয় শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ও জাবালে নূরের মালিকপক্ষকে বহন করার নির্দেশ দিয়েছিল।
জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসন ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
পরে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষা করা শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।