ট্রেন থেকে চুরির ঘটনায় রেকর্ড ভারতীয় যাত্রীদের
হাতসাফাইয়ে তাক লাগিয়ে দিলেন ভারতীয় রেল যাত্রীরা৷ রিপোর্ট কিন্তু তাই বলছে৷ বেড শিট, বালিশের ওয়ার, এমনকী বাথরুমের তোয়ালেও বাদ যায়নি৷ সবই চুরি করেছেন ভারতীয় রেলের যাত্রীরা৷ তালিকায় রয়েছে সিলিং ফ্যান, বাথরুমের মগও৷ যা পেয়েছেন, যা পেরেছেন, দিব্যি নিজের মনে করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন নির্দ্বিধায়৷
রিপোর্ট বলছে ২০১৭-১৮ সালে যাত্রীদের কাছ থেকে প্রায় ২.৯৭ কোটি টাকার চুরি করা জিনিস উদ্ধার করেছে আরপিএফ৷ এরমধ্যে রয়েছে লোহার গ্রিল,বাথরুমের শাওয়ারও৷ এমনকী রেলের ট্র্যাক থেকে লোহার পাতও নাকি চুরি করেছেন কিছু যাত্রী৷
পশ্চিম রেলওয়ের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানে দেখানো হয়েছে কোন দ্রব্য কত পরিমাণে চুরি হয়েছে৷ দেখা গিয়েছে, ২০১৭ সালের অর্থবর্ষে দূরপাল্লার ট্রেন থেকে তোয়ালে চুরি হয়েছে ১.৯৫ লক্ষ৷ বেডশিট চুরি হয়েছে ৮১,৭৩৬টি৷ বালিশের কভার চুরি হয়েছে ৫৫,৫৭৩টি৷ এখানেই শেষ নয় তালিকা৷ বলা হয়েছে ৫০৩৮টি বালিশ ও ৭০৪৩টি কম্বল চুরি করা হয়েছে দূরপাল্লার বিভিন্ন ট্রেন থেকে৷
এরই সঙ্গে প্রায় ২০০টি জলের মগ, যা প্রতিটি বাথরুমে লোহার চেন দিয়ে বাঁধা থাকে, তাও চুরি করা হয়েছে নির্দ্বিধায়৷ খুলে নেওয়া হয়েছে ১০০০টি লোহার কল ও ৩০০-রও বেশি ফ্ল্যাশ পাইপ৷ এই সংখ্যা প্রতিবছরই কমবেশি একই রকম থাকে বলেও জানানো হয়েছে রিপোর্টে৷
মধ্য রেলের জন সংযোগ আধিকারিক সুনীল উদাসি জানান, ২০১৮ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৭৯,৩৫০টি তোয়ালে, ২৭,৫৪৫টি বেডশিট, ২১,০৫০টি বালিশের কভার, ২১৫০টি বালিশ ও ২০৬৫টি কম্বল চুরি গিয়েছে৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা৷
সোমবারই মহারাষ্ট্রের বান্দ্রা থেকে এক ব্যক্তিকে এই ধরণের চুরির দায়ে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকে ৩টি কম্বল, ৬টি চাদর ও তিনটি বালিশ উদ্ধার করা হয়৷ চাদর ও বালিশের পরিমাণ কম দেখে সন্দেহ হয় ট্রেনের কর্মীদের৷ সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন তাঁরা৷ খবর দেওয়া হয় আরপিএফকে৷ তারাই ওই ব্যক্তিকে গ্রেফতার করে৷
গত তিনবছর ধরে এই ধরণের চুরির জন্য প্রায় ৪০০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে রেলমন্ত্রককে৷ কোচ অ্যাটেনডেন্টরা সতর্ক থাকলেও, অনেক সময়ই নজর এড়িয়ে এই ধরণের চুরি করা হচ্ছে বলে অভিযোগ৷ তেজস এক্সপ্রেসে এই ধরণের ক্ষতির পরিমাণ সবথেকে বেশি বলে রিপোর্ট জানাচ্ছে৷ সেখানে ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে দামি এলইডি স্ক্রিনগুলিকে, হেডফোন প্রায় অধিকাংশ চুরি হয়ে গিয়েছে৷
Kolkata24x7