প্রাণের ৭১

নাফনদীতে মুখ বাঁধা, রক্তাক্ত দুই মৃতদেহ

টেকনাফ থানা পুলিশ নাফনদী হতে ভাসমান অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ৪ অক্টোবর দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দিন বোরহানের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে নাফনদীর কিনারা জালিয়া দ্বীপ চর হতে ভাসমান অবস্থায় প্যান্ট পরিহিত, মুখ বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ অনেক চেষ্টা চালিয়ে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

দুপুরে উদ্ধারকৃত মৃতদেহ ২টি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া নিশ্চিত করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*