দীর্ঘদিন পর পারিবারিক বাসভবনে প্রধানমন্ত্রী
দীর্ঘদিন পর পারিবারিক বাসভবন সুধাসদনে সময় কাটালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ অক্টোবর) বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ধানমন্ডির ৫ নম্বর সড়কে পারিবারিক বাসভবন সুধাসদনে যান। সেখানে কিছু সময় কাটিয়ে সন্ধ্যায় তার সরকারি বাসভন গণভবনে ফেরেন।
আওয়ামী লীগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে নিজের স্থায়ী বাসভবন ‘সুধাসদনে’ যান। মাগরিবের নামাজ আদায় শেষে তিনি সেখান থেকে গণভবনে ফিরে যান।
এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও দলের নেতারা কেউ শেখ হাসিনার সঙ্গে ছিলেন না।
উল্লেখ্য, ‘সুধাসদন’ বাড়িটির নাম প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার নামে রাখা।
« মিরসরাইয়ের ‘জঙ্গি অস্তানা’, বাড়ির মালিক বিএনপি নেতা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বামী-স্ত্রীর চিরকুটে কথা, মজার জোকস না পড়লে মিস করবেন »