খালেদা জিয়া ডিলাক্স কেবিনে যেসব সুবিধা পাবেন !
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘কেবিন ৬১২’ বরাদ্দ করা হয়েছে। আদালতের আদেশে শনিবার (৬ অক্টোবর) তাকে বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়েছে। এখানে তিনি এসি থেকে শুরু করে সবধরনের সুবিধা পাবেন তিনি।
কারাগারের সব নিয়ম মেনেই খালেদার জন্য ‘ডিলাক্স কেবিন’ দেয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি তার জন্য ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ থাকবে। ওই কেবিনটিতে সহকারী ও কারা নিরাপত্তারক্ষীরা থাকবেন বলেও জানান কর্তৃপক্ষ।
বিএসএমএমইউ সূত্র আরও জানায়, ৬১২ নম্বর কেবিনটি ডিলাক্স কেবিন হিসেবেই সবার কাছে পরিচিত। এতে এসির ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম রয়েছে। একইসঙ্গে কলিং বেল ও সোফাসেটের ব্যবস্থাও রয়েছে।
আদালতের আদেশের ৬১১ ও ৬১২ কেবিনটি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছেও বলে জানা গেছে।