স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারী চিকিৎসা ছাড়াই মারা যান
দেশে প্রায় ২২ হাজার নারী প্রতিবছর স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এরমধ্যে ৭০ ভাগ চিকিৎসা ছাড়াই মারা যান। ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার দ্বিতীয়।
আজ মঙ্গলবার বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিচার্স এন্ড হসপিটাল (এনআইসিআরএইচ)-এর বরাত দিয়ে অনুষ্ঠানে জানানো হয়, স্তন ক্যান্সার আক্রান্ত রোগীদের গড় বয়স ৪১ বছর। সব স্তন ক্যান্সার রোগীর মধ্যে ৮৯ শতাংশ ক্যান্সার রোগী বিবাহিত।
বক্তারা বলেন, যে মায়েরা তাদের সন্তানদের বুকের দুধ ১২ মাস পর্যন্ত পান করান তাদের শতকরা ৪ ভাগ স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে শতকরা তিনভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রের নায়িকা সুজাতা আজিম। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।
এতে স্বাগত বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ)-এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ও হেড অব রেডিয়েশন অনকোলজি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী।
স্তন ক্যান্সার সচেতনতার ওপর আলোচনা করেন এএমসিজিএইচ-এর অনকোলজি কনসালটেন্ট ডা. সুরা যুকরুপ মমতাহেনা এবং পেইন এন্ড পেলিয়েটিভ কেয়ারের হেড অব ক্লিনিক্যাল অনকোলজি ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এ.এম.এম শরিফুল আলম।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি বলেন, স্তন ক্যান্সার আক্রান্ত মহিলারা এখনো লোক-লজ্জার ভয়ে সময়মতো ডাক্তারের শরনাপন্ন হয়না। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারলে দেশে স্তন ক্যান্সার বহুলাংশে হ্রাস পাবে।
বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহানা আফরোজ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস.এম খলিলুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।