প্রাণের ৭১

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৪ জনের ফাঁসি

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- স্ত্রী কোহিনুর বেগম, পরকীয়া প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগী আবুল খায়ের এবং গোলাপ মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ ডিসেম্বর নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আব্দুল বারীর ছেলে শাহজাহান খানকে তার স্ত্রী কোহিনুর বেগম ও পরকীয়া প্রেমিক দোহা সহযোগীদের নিয়ে হত্যা করে। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ ৯ বছর শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী কোহিনুর বেগম, পরকীয়া প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগী আবুল খায়ের এবং গোলাপ মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

মামলার অপর দুই আসামি মোখলেছুর রহমান ও আলামিনকে বেকসুর খালাস দেয় আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল খায়ের ছাড়া বাকী তিন আসামি পলাতক রয়েছে। রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

unb






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*