ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৪ জনের ফাঁসি
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- স্ত্রী কোহিনুর বেগম, পরকীয়া প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগী আবুল খায়ের এবং গোলাপ মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ ডিসেম্বর নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আব্দুল বারীর ছেলে শাহজাহান খানকে তার স্ত্রী কোহিনুর বেগম ও পরকীয়া প্রেমিক দোহা সহযোগীদের নিয়ে হত্যা করে। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ ৯ বছর শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী কোহিনুর বেগম, পরকীয়া প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগী আবুল খায়ের এবং গোলাপ মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
মামলার অপর দুই আসামি মোখলেছুর রহমান ও আলামিনকে বেকসুর খালাস দেয় আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল খায়ের ছাড়া বাকী তিন আসামি পলাতক রয়েছে। রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।
unb