চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত হয়েছেন পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক

বন্দরনগরী চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত হয়েছেন পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক বিশ্বজিৎ ধর (২৮)। তিনি দক্ষিণ কাট্টলীর বণিকপাড়ার মিলন ধরের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সাগরিকা গরুর বাজার সংলগ্ন শিববাড়ি মোড়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।ওই এলাকার একটি বাড়িতে টিউশনি করাতেন বিশ্বজিৎ।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, “টিউশনী করে বের হওয়ার সময় রাস্তায় এক যুবক বিশ্বজিৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় বিশ্বজিৎ।”
« চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাজাপ্রাপ্ত দুজন একাত্তরে ছিলেন হানাদার বাহিনীতে »