গ্রেফতারের পর মোবাইল ফোন ঘেঁটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারের পর মোবাইল ফোন ঘেঁটে ফেসবুকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে আবুল কাশেম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, ‘কাশেমের নামে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারের পর তার মোবাইল ফোন ঘেঁটে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগ নিয়ে অরুচিকর পোস্ট পাওয়া যায়। পরে বুধবার রাতেই তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।’
« বিধান বাবুদের স্বপ্নগুলো- রাজীব কুমার দাশ,ইন্সপেক্টর,বাংলাদেশ পুলিশ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নেপালে তুষারঝড়ে ৮ পর্বতারোহীর প্রাণহানি »