দরজা বন্ধ করতে গিয়ে টারম্যাকে পড়ে গেলেন বিমানসেবিকা, তদন্তের নির্দেশ এয়ার ইন্ডিয়ার
এয়ার ইন্ডিয়ার বিমান থেকে টারম্যাকে পড়ে গেলেন এক বিমানসেবিকা। সোমবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। হর্ষা লোবো নামে বছর তিপ্পান্নর ওই বিমানসেবিকাকে নানবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সকালে মুম্বই থেকে দিল্লিগামী এআই ৮৬৪ বিমানটি ছাড়ার আগে হর্ষা দরজা বন্ধ করতে গিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এক বিমানসেবিকা হর্ষা লোবো বিমানের দরজা বন্ধ করতে গিয়ে টারম্যাকে পড়ে যান। তাঁর পায়ে আঘাত লেগেছে। তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত সপ্তাহেই দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ত্রিচি বিমানবন্দরে র পাঁচিলে ধাক্কা খায়। এর পরেও বিমানটি উড়ে যায়। ওই ঘটনার পর বিশ্ব জুড়েই সমালোচনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়া।
বছর খানেক আগে মুম্বই বিমানবন্দরেই এয়ার ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ার দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বিমানচালক নির্দিষ্ট সময়ের আগেই ভুল বশত ইঞ্জিন চালু করে দেন। কর্মরত ওই ইঞ্জিনিয়ারকে টেনে নেয় ইঞ্জিন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।