Friday, October 19th, 2018
তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ মিথ্যা, জানালেন নানা
#মিটু আন্দোলনে ঘায়েল বলিউড। প্রায় প্রতিদিনই বলিউডের কেউ না কেউ এই #মিটুর জেরে যৌন হেনস্থায় অভিযুক্ত হচ্ছেন। ২০০৮ সালে ‘হর্ন ওকে’ ছবির সেটে অভিনেতা নানা পাটেকরের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ১০ বছর আগে তাঁর সঙ্গে হওয়া এই ঘটনা তিনি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন। এরপরই বলিউডের বেশ কিছু সংগঠন সোচ্চার হয়েছে নানা পাটেকরের বিরুদ্ধে। তনুশ্রী দত্ত ইতিমধ্যেই নানা পাটেকর সহ গণেশ আচার্য, রাকেশ সারাঙ্গ এবং সামি সিদ্দিকির বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন। তবে তনুশ্রীর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট সংগঠন (সিনটা) অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন।আরো পড়ুন
ভারতের অমৃতসরে ট্রেনের ধাক্কায় নিহত ৫০
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে দশেরার অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার সময় চলন্ত ট্রেনের নীচে পড়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। অমৃতসরের পুলিশ কমিশনার শুধাংশু শেখর বিবিসিকে বলেছেন, আরো কমপক্ষে একশ মানুষ আহত হয়েছে। খবর বিবিসির। স্থানীয় সাংবাদিক রভিন্দর সিং রবীন বলছেন, অমৃতসর শহরের জোরা ফটকের কাছে দশেরা উৎসবে রাবণের কুশপুতুল জ্বালানোর সময়েই দুর্ঘটনা ঘটে। রেললাইনের ধারে দাঁড়িয়ে যখন বহু মানুষ দশেরা উৎসব দেখছিলেন, সেই সময়েই ট্রেন সেখানে এসে পড়ে। সিং জানান, কুশপুতুলে আগুন দেওয়ার সময়ে মাইকে ঘোষণা করা হয়, দর্শকরা যেন পিছন দিকে সরে যান। সেই কথা মতো মানুষ পিছনেরআরো পড়ুন
শনিবার চৈতন্যগলি কবরস্থানে সমাহিত হবেন বাচ্চু
শনিবার বাদ আসর চট্টগ্রামে জানাজা শেষে নগরীর বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত হবেন ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড আইয়ুব বাচ্চু। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আইয়ুব বাচ্চুর জানাজা শেষে তাকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি মেয়র জানান, আইয়ুব বাচ্চুর মরদেহ শনিবার চট্টগ্রাম নিয়ে আসা হবে। এর পর বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখানেই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।আরো পড়ুন
কম্বোডিয়ায় মদ পান করে ৩ জনের মৃত্যু, ৪৪ জন হাসপাতালে ভর্তি
কম্বোডিয়ার ক্রেটি প্রদেশের এক গ্রামাঞ্চলে স্থানীয় প্রক্রিয়ায় প্রস্তুত করা মদ পান করে তিন ব্যক্তির মৃত্যু ও অপর ৪৪ জনকে শংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ভাত থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত মদে বেশি পরিমাণে মিথানল ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। খবর সিনহুয়া’র। ক্রেটি প্রদেশের সাম্বু জেলার পুলিশ প্রধান বুন ছোইওন সিনহুয়া-কে জানান, ‘বৃহস্পতিবার ক্রেটি প্রদেশের রেফারাল হাসপাতালে বিষাক্ত মদ পান করে দুইজন পুরুষ ও এক নারী মারা যান ও অপর ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বুধবার সন্ধ্যায় ডেমরে গ্রামে এ ঘটনা ঘটে। তিনিআরো পড়ুন
ভারতে ঘূর্ণিঝড় তিতলিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ হয়েছে
ভারতের র্প্বূাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, শক্তিশালী এ ঝড়ের আঘাতে ৩০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। উল্লেখ্য, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ রাজ্যে গত সপ্তাহে তিতলি আঘাত হানে। এ সময় ঝড়টির ঘণ্টায় সর্বোচ্চ গতি ছিল ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। ঝড়ের কারণে অনেক গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এ দু’রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা
রাজধানীসহ সারাদেশে আজ প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা শেষ হয়েছে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে আজ শুক্রবার ছিল বিজয়া দশমী। তবে দিন-শেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে ‘মা দূর্গা’র ভক্তদের হৃদয় সিক্ত করে তুলে। একই সঙ্গে পূজামন্ডপগুলোয় টানা পাঁচদিনের ঢাক-ঢোল আর বাজনা-বাদ্যের তাল-লয়ের সুরও কেটে যায়। এরআগে আজ সকাল ১০টার মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেয়া হয়। দশমীতে বিভিন্ন পূজামন্ডপে বেলা ১২টা পর্যন্ত সিঁন্দুর খেলায় মেতে ছিলেন ‘মা দুর্গা’ ভক্তরা। শুক্রবার হওয়ায় দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত পূজার সব আনুষ্ঠানিকতা বন্ধ রাখাআরো পড়ুন
মিয়ানমারের নৃশংসতা বিষয়ে তৈরী প্রতিবেদনের ওপর শুনানি করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের নৃশংসতা বিষয়ে সংস্থাটির তদন্ত দলের প্রধানের তৈরী করা প্রতিবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি করার কথা রয়েছে। এ তদন্ত দল মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর ঘটনায় দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছে। বৃহস্পতিবার কূটনীতিকরা একথা জানান। খবর এএফপি’র। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ নয়টি দেশ মিয়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সংস্থার তদন্ত দলের দেয়া তথ্য শুনানি করার অনুরোধ জানায়। চীন এ আবেদনের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা নিরাপত্তা পরিষদের পদক্ষেপ থেকে দেশটিকে রক্ষা করতে চায়।আরো পড়ুন
দেশে এখনো ২ কোটি ৪৪ লাখ মানুষ অতি দরিদ্র।
বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ১৫ দশমিক ২০ শতাংশে নেমে এসেছে। এরপর এখনও ২ কোটি ৪৪ লাখ মানুষ চরম দরিদ্র। তবে উচ্চ দারিদ্র্যের হার কমানোর এ অগ্রগতি অর্জনে বাংলাদেশের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে বুধবার রাতে প্রকাশিত ‘প্রভাটি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি ২০১৮ : পিসিং টুগেদার দ্য প্রভার্টি পাজল’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে বিশ্বে শত কোটি মানুষ দারিদ্র্য জয় করেছে। দারিদ্র্যের হার নেমে এসেছে ১০ শতাংশে। এ অবস্থায় কিছু অঞ্চলে দারিদ্র্য বৃদ্ধির প্রবণতা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাব-সাহারান আফ্রিকাআরো পড়ুন
ছাত্রনেতা হ্যালিকপ্টার ব্যাবহার করে,আয়ের উৎস কি? মহামান্য রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ছাত্রলীগের সভাপতি যদি হেলিকপ্টারে এক জেলা থেকে অন্য জেলায় যায়, এটা কি মেনে নেওয়া যায়? তারই বা আয়ের উৎস কী? কেউ কি তাকে ব্যবহার করছে? আমাদের সময়ে ছাত্রলীগের সভাপতি হিসেবে সাইকেল মেরে প্রতিটি থানায় গিয়ে সভা করেছি। আমাদের দেখার জন্য সাধারণ জনগণ আসত। সে সময় ছাত্রনেতাদের তারা সম্মান করত। এখন ছাত্রনেতাদের জনগণ ভয় পায়। নেতারা এখন মূল দলের আজ্ঞাবহ। কিশোরগঞ্জ সার্কিট হাউসে সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল গণি ঢালি লিমনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশে তিনি এসবআরো পড়ুন
যবনিকার অন্তরালে।।আবদুল গাফফার চৌধুরী।।
যদি খুবই আশাবাদী হই তাহলে বলব, বাংলাদেশের আগামী নির্বাচনটি যথাসময়ে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই একটি নির্বাচনকালীন সরকারের অধীনে হবে এবং বিএনপিসহ সব জোট ও দলই তাতে অংশগ্রহণ করবে। অর্থাৎ সবার অংশগ্রহণেই নির্বাচনটি হবে। নির্বাচনকালে কিছু মারদাঙ্গা হবে, যা উপমহাদেশের সব নির্বাচনেই হয়ে থাকে। নির্বাচনের ফল প্রকাশের পর বাদ-প্রতিবাদও কিছু হবে। তারপর সেই ফল সবাই মেনে নেবে। বাংলাদেশ একটা সংকট কাটিয়ে উঠবে। যদি নৈরাশ্যবাদী হই তাহলে বলব, নির্বাচনে কারা আসবেন, সেটা বড় কথা নয়। নির্বাচন আদৌ হতে পারবে কিনা, সেটা বড় প্রশ্ন। খালেদা জিয়ার দুর্নীতির মামলা আদালতে চলছে। তিনি আদালতে যেতেআরো পড়ুন