প্রাণের ৭১

তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ মিথ্যা, জানালেন নানা

#‌মিটু আন্দোলনে ঘায়েল বলিউড। প্রায় প্রতিদিনই বলিউডের কেউ না কেউ এই #‌মিটুর জেরে যৌন হেনস্থায় অভিযুক্ত হচ্ছেন। ২০০৮ সালে ‘‌হর্ন ওকে’‌ ছবির সেটে অভিনেতা নানা পাটেকরের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ১০ বছর আগে তাঁর সঙ্গে হওয়া এই ঘটনা তিনি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন। এরপরই বলিউডের বেশ কিছু সংগঠন সোচ্চার হয়েছে নানা পাটেকরের বিরুদ্ধে। তনুশ্রী দত্ত ইতিমধ্যেই নানা পাটেকর সহ গণেশ আচার্য, রাকেশ সারাঙ্গ এবং সামি সিদ্দিকির বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন।
তবে তনুশ্রীর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট সংগঠন (‌সিনটা)‌ অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন। তারা নানা পাটেকরকে নোটিস পাঠিয়ে এহেন আচরণের বিষয়ে বিশদ জানতে চেয়েছে এবং সিনটা নানা পাটেকরকে জবাব পাঠানোর জন্য বলেছেন। বলিউডের শীর্ষ অভিনেতা নানা পাটেকর শুক্রবার সিনটাকে তাঁর জবাবে জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।  নানা পাটেকর এও জানান যে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ কিছু বছর বিদেশে থাকার পর দেশে ফিরে নানা পাটেকরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তনুশ্রী দত্ত। তিনি জানান যে সনানা পাটেকরের জন্যই তাঁকে অনেক আগেই বলিউড থেকে বিদায় নিতে হয়। #‌মিটু আন্দোলনে নানা পাটেকরের পাশাপাশি অলোক নাথ, সলমন খান, রজত কাপুর, বিকাশ বহেল, সাজিদ খান, কৈলাশ খেরের মত ব্যক্তিত্বদের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*