প্রাণের ৭১

চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর ‘হামলা’, বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম আদালত ভবনে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনসহ কয়েকজন পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২১ অক্টোবর) বিকেলে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, আদালতে আমির খসরু সাহেবের একটি মামলার শুনানি শেষে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে ওসি মহসিনসহ ৪ জন আহত হয়েছেন। সরকারি কাজে বাধাদান, কটুক্তি, পুলিশের পোশাক ধরে টানাটানি এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলার জামিন শুনানি ছিল। আদালত আমির খসরুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুরে আদালতের আদেশের পর এজলাস কক্ষে হট্টগোল শোনা যায়। এসময় পুলিশের ওপর আসামিপক্ষের আইনজীবীরা চড়াও হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশের অভিযোগ, আদালতের আদেশের পর আমির খসরুকে প্রিজন ভ্যানে তোলার সময় ডা.শাহাদাতের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*