দক্ষিণ আফ্রিকায় নিহত ৪ প্রবাসীর ৩ জনই ফেনীর
গত শনিবার, ২০ অক্টোবর ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রদেশের ব্রিটিশ শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মারা যান প্রবাসী ৪ বাংলাদেশি। ২ সহোদর- আনোয়ার হোসেন ও মোশারফ হোসেনসহ তাদের মামা মোমিনুল হক। এছাড়াও জামালপুরের ইব্রাহিমসহ অজ্ঞাত পরিচয়ের আরো এক বাংলাদেশির মৃত্যু হয়। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মারা যাওয়া ২ সহোদরসহ প্রবাসী ৪ বাংলাদেশির মধ্যে ৩ জনের গ্রামের বাড়িই ফেনীতে। প্রিয়জনের মৃত্যুর খবরে তাদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। অবিলম্বে লাশ দেশে পাঠানোর দাবি জানিয়েছে নিহতদের পরিবার। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
দুই সন্তান ও আপন ছোট ভাইয়ের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন রওশন বেগম। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যু শোকে স্তব্ধ করে দিয়েছে সবাইকে। কোনো সান্ত্বনাই থামাতে পারছেন না স্বজনদের কান্না।
এদিকে, লাশ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সবধরনের সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কোন দূতাবাস সাউথ আফ্রিকায় নেই। পুরো সরকারই যেকোন সহযোগীতায় অতি দ্রুত সম্ভব নিয়ে আসা যায় সেজন্য প্রয়োজনীয় যে মহল আছে সেখানে আমরা বক্তব্য পৌঁছে দেব। এছাড়া আমরা চেষ্টা করবো লাশগুলো এনে যেন দ্রুত দাফন করতে পারি।’