বান্দরবানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবানে পুকুরে ডুবে ক্যজওয়াং রাখাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজার মাঠ সংলগ্ন পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্য।
সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার ১ নং ওয়ার্ড এর উবাচিং রাখাইনের ছেলে। নিহতের বাবা বান্দরবান মারমা বাজারের ব্যবসায়ী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উবাচিং এর স্ত্রী তার ছেলে ক্যজওয়াংকে নিয়ে কক্সবাজার থেকে বান্দরবানে আসে। বিকালে ক্যজওয়াং তার মাকে বলে গোসল করতে যাবো। এই বলে তার পরনে কাপড় খুলে একা সোজা রাজার মাঠ পুকুরের চলে আসে। গোসল করতে নেমে পুকুরে ডুবে নিখোঁজ হয় শিশুটি। পরে স্বজনরা দমকলবাহিনীর সদস্যদের খবর দিলে দমকলবাহিনীর সদস্যরা রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।