প্রাণের ৭১

ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের আবারো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আবারো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ভিসি বলেন, ‘তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে। যারা পাস করেছে তাদের আবারো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের ডিনস কমিটি পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার মত দিয়েছে। আমরা চাই যে, কোনো শিক্ষার্থী যেন বঞ্চিত না হয়।’

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো সতর্ক হবে।’

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পরে। যার সাথে পরীক্ষার হলে সরবরাহ করা প্রশ্নের মিল পাওয়া যায়।

প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যেই ১৬ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*