মিয়ানমারের ৫ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অবরোধ আরোপ
মানবাধিকার লংঘনের দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ওই কর্মকর্তাদের অস্ট্রেলিয়া ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিজ পেনি জানান, অস্ট্রেলিয়া মানবতার প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলোর সাথে কাজ করে যাবে।
মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন তার এক বিবৃতি শেয়ার করে। সেখানে তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশন ও আসেম সম্মেলনে আন্তর্জাতিক অংশীজন এবং সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠকে আমি অস্ট্রেলিয়ার উদ্বেগের কথা তুলে ধরেছি।’
মন্ত্রী পেনি বলেন, অস্ট্রেলিয়া অঞ্চলে রোহিঙ্গা সংকট হলো সবচেয়ে বড় মানবিক সংকট। ‘জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন রাখাইন রাজ্যে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো খুঁজে পেয়েছে।’
তিনি বলেন, ‘মানবিক প্রভাবগুলি হ্রাস করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রেড ক্রস প্রেসিডেন্ট পিটার মুরের সাথে আমি আলোচনা করেছি।’