শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বরখাস্ত, সাবেক প্রধানমন্ত্রী রাজাপাকসে পুনর্বহাল
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। অকষ্মাৎ এ পরিবর্তন দেশটির রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাজপাকসে শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছে অনলাইন আল-জাজিরা। শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার অফিস থেকে আসা এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে বিক্রমসিংহ স্থানীয় এক গণমাধ্যমকে জানান, আমিই প্রধানমন্ত্রী এবং আমার সংখ্যাগরিষ্ঠগতার বিষয়ে আমার আস্থা আছে। সংবিধান মতে, আমিই প্রধানমন্ত্রী এবং ওই সিদ্ধান্ত বে-আইনী।
প্রসঙ্গত, সিরিসেনা ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজপাকসে সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের নির্বাচনে তিনি জোটসহ সাবেক প্রেসিডেন্টকে নির্বাচনে পরাজিত করার জন্য বিক্রমসিংহের দলে যোগ দেন।
বিক্রমসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে গত শুক্রবার তিনি বর্তমান ক্ষমতাসীন সরকারের জোট ভেঙে দেবার ঘোষণা দেন।