প্রাণের ৭১

লেখক ও ব্লগার জুলভার্ন ‘নিখোঁজ’

লেখক ও ব্লগার জুলভার্ন দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। জুলভার্ন নামে সামহোয়্যারইন ব্লগ ও অন্যান্য ব্লগ সাইটে লেখালেখি করলেও তার আসল নাম হুমায়ূন কবির। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে পিরোজপুরগামী একটি লঞ্চে উঠেন হুমায়ূন কবির। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

হুমায়ূন কবিরের স্ত্রী মৌসুমী কবির জানান, ‘আমার দুই ছেলে লঞ্চে খোঁজ নিতে গেলে দু’জন কেবিন বয় তাদের জানায়— লঞ্চ ছাড়ার আগেই নাকি আমার স্বামীকে ডিবি পরিচয়ে দুই ব্যক্তি নামিয়ে নিয়ে যান।’

নিখোঁজের ছেলে আহমেদ ইমতিয়াজ শুভ বলেন, ‘বাবার কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতেই আমরা শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৮২) করেছি। তবে দু’দিনেও তারা বাবার কোনো সন্ধান দিতে পারেনি।’

জুলভার্ন ওরফে হুমায়ূন কবির রাজধানীর গ্রিনরোডে পরিবার নিয়ে তিনি বসবাস করেন।

হুমায়ূন কবিরের স্ত্রী বলেন, ‘স্বামী আর দুই ছেলে ছাড়া আমার আর কেউ নেই। এ অবস্থায় আমরা খুব অসহায়বোধ করছি। যে করেই হোক, আমি আমার স্বামীর সন্ধান চাই।’

-রাকিবুল হাসান






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*