মৃত্যুদণ্ড মাফ করে মৃত্যুর মুখে বিচারকরা
পাকিস্তানের সর্বোচ্চ আদালত ব্লাশফেমি আইনে মৃত্যুদণ্ড পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবিকে খালাস দেয়ায় প্রাণনাশের হুমকিতে রয়েছেন বিচারকরা। কট্টরপন্থীদের তোপের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইমরান সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। বুধবার আসিয়াকে খালাস দিয়ে ৩৪ পৃষ্ঠার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার, আসিফ সাইদ খোসা ও মাজহার আলম খান মিয়ানখেল। খবর বিবিসির।
« যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ‘এসিড দিয়ে পুড়িয়ে খাশোগির লাশ ছাই করা হয়’ »