Saturday, November 3rd, 2018
খালেদার মুক্তি,তারেক জিয়ার মামলা প্রত্যাহার বিএনপি’র মূখ্য বিষয় নয়।।
ঐক্যফ্রন্টের সংলাপে খালেদার মুক্তি নেতারা চায়নি, তারেকে’র নাম মুখে আনেনি,যদিও ৭দফার অন্যতম প্রধান দাবী ছিল খালেদা সহ রাজবন্দিদের মুক্তি’ এবং তারেক সহ সকল নেতার মামলা প্রত্যাহার। অবশ্য ঐক্যফ্রন্টের সংলাপ পূর্ব প্রস্তুতি সভায় ফ্রন্ট প্রধান ড.কামাল হোসেন সংলপে অংশগ্রহনকারী নেতাদের স্পষ্ট ব্রিফিং দিয়ে বলে দিয়েছিলেন-“জাতীয় স্বার্থ ছাড়া অন্য কোন দলীয় বিষয় সংলাপে আলোচনা হবেনা”। তারপরও বিএনপি’র নেতাগন সংলাপে খালেদার মুক্তি, মামলা প্রত্যাহার এবং তারেক জিয়ার কথিত সাজানো মামলা প্রত্যাহারের জোরালো দাবী উত্থাপনের জন্যে সংলাপে অংশ গ্রহন করেন। অনুষ্ঠিত বৈঠকে বেশীরভাগ বিএনপির নেতারা আলোচনায় অংশ নিলেও মুল দাবী’র বিষয়টি এড়িয়ে বক্তব্য প্রদানআরো পড়ুন