খাগড়াছড়িরদূর্বৃত্তের গুলিতে সুমন্ত চাকমা(৩৫) নামে এক ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী নিহত
খাগড়াছড়ির দীঘিনালায় দূর্বৃত্তের গুলিতে সুমন্ত চাকমা(৩৫) নামে এক ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকায় কার্বারী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমেন্দু চাকমা, শান্তি কুমার চাকমার ছেলে ও নব্য গঠিত ইউপিডিএফ- গণতান্ত্রিক এর সদস্য। ইউপিডিএফ গণতান্ত্রিকের মুখপাত্র মিঠন চাকমা এঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ি করেছে। তিনি জানান, সন্ত্রাসীরা সুমেন্দু চাকমার বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সংগঠক অংগ্য মরামা বলেন, এ ঘটনার সাথে ইউপিডিএফ জড়িত নয়। এটি তাদের অভ্যন্তরিক কোন্দলের কারণে ঘটে থাকতে পারে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি উত্তম দেব জানান, খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি দল লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম বলে তিনি জানান। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরো জানান লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।