প্রাণের ৭১

উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি

ফের উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। কয়েকদিন আগে অনুষ্ঠিত কর্ণাটকের পাঁচটি উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। এই ফল কংগ্রেস-জনতা দল (এস) জোটের কাছে কার্যত হার স্বীকার করতে হয়েছে বিজেপিকে। মোট ৫টি আসনের উপনির্বাচনে চারটি আসনই বিজেপির হাতছাড়া হয়েছে। কর্ণাটকের যে পাঁচটি আসনে উপনির্বাচন হয়েছে তার মধ্যে তিনটি ছিল লোকসভার আসন, দুটি ছিল বিধানসভার আসন।
শিবমোগা, বেলারি ও মান্ডিয়া লোকসভা আসনের মধ্যে শিবমোগা ও বেলারি বিজেপির দখলে ছিল। মান্ডিয়া ছিল জনতা দল (এস) এর দখলে। কিন্তু উপনির্বাচনে শিবমোগা আসনটি বিজেপি ধরে রাখতে সক্ষম হলেও বাকি দুটি আসন পেয়েছে কংগ্রস-জনতা দল (এস) জোট।

অন্যদিকে, বিধানসভার দুটি আসনই কংগ্রেসের দখলে রয়ে গিয়েছে। জোট হওয়ার ফলেই বিজিপিকে ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কর্ণাটকের উপনির্বাচনের ফলাফল বিজেপিকে চাপে ফেলে দিয়েছে।

আগামী কিছুদিনের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনেও জোটের সরতে পাকানোর কাজ চলছে। ফলে বিরোধী দলগুলির জোট আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*