প্রাণের ৭১

দেশপ্রেমিক পরিপক্ক রাজনৈতিক নেতাদের প্রজ্ঞায় সুস্থ্য ধারার বাংলাদেশের জম্ম সময়ের ব্যাপার।।

প্রশ্রব বেদনায় জর্জরীত বাংলাদেশের পরিপক্ক দাত্রির প্রজ্ঞায় সুস্থ্য, সবল গনতান্ত্রিক বাংলাদেশের জম্মগ্রহন কামনা করে মুক্তিযুদ্ধের দেশপ্রেমিক আপামর জনগন।সরকারে’র ভিতরে বাইরে এবং নবগঠিত ঐক্যফ্রন্টের ভিতরে বাইরে সংলাপ ব্যর্থ করার চক্রান্ত প্রকাশ্যরুপ দৃশ্যমান হয়ে উঠেছে। দেশবিরোধী চক্রান্তকারীদের প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্র ব্যর্থ করে, উভয় পক্ষের দায়িত্বশীল,পরিপক্ক নেতৃত্ব বঙ্গবন্ধু’র স্বপ্নের বাংলাদেশের গনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন–‘এই বিশ্বাস বাংলাদেশের গনতন্ত্রপ্রেমী, উন্নয়ন প্রেমী, মুক্তিযুদ্ধের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে বিভোর জনগন মনেপ্রানে বিশ্বাস করে’।
বাংলাদেশের জনগনের বদ্ধমূল বিশ্বাস দাঁনাবেঁধে উঠেছে-তাঁদের দীর্ঘ বছরের কাংক্ষিত মুক্তিযুদ্ধের পক্ষশক্তির একক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমেই সার্থক হতে চলেছে।মুক্তিযুদ্ধের বাংলাদেশের যে প্রশ্রব বেদনায় বাংলাদেশ দীর্ঘবছর কুঁকড়ে কুঁকড়ে কোনরকম জীবন বাঁচিয়ে রেখেছিল সহষাই সেই বাংলাদেশ ভুমিষ্টের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে।
আগামী একাদশ নির্বাচনের মাধ্যমে’ই সরকারী দল ও সরকার বিরুধী রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সুস্থ্য, সবল, স্বাভাবিক গনতান্ত্রিক ধারার মুক্তিযুদ্ধের পক্ষশক্তির রাজনৈতিক জোটের দাত্রিত্বে নতুন একটি গনতান্ত্রিক,সুস্থ্যধারার রাজনীতির বাংলাদেশ ভুমিষ্ট হবে, ইনশাল্লাহ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*