মা-বাবার পর মৃত্যু হলো সন্তানেরও
ঢাকার আশুলিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে আব্দুর রউফ (৩০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় তাঁর। একই ঘটনায় এর আগে মারা যান রউফের মা হাসিনা বেগম ও বাবা আরব আলী তরফদার।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গত শুক্রবার সকাল ৭টার দিকে আশুলিয়ার বেরন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের বাড়িতে ঘটনাটি ঘটে। বাড়ির নিচতলায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। তারা হলো হাসিনা বেগম, তাঁর স্বামী আরব আলী তরফদার (৫০), ছেলে আব্দুর রউফ (৩০), ছেলের বউ রিপা বেগম (২৫) ও নাতি আয়েশা আক্তার (২)। ওই দিনই তাদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আরব আলীর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। আশুলিয়ায় তিনি পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
এসআই বাচ্চু মিয়া চিকিত্সকের বরাত দিয়ে আরো জানান, রউফের শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। জীবিতদের মধ্যে রিপার ৭ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৩২ শতাংশ দ্গ্ধ হয়েছে।