প্রাণের ৭১

মনোনয়নপত্র বিতরণ ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় পার্টি

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণের সময় আরো দুই দিন বৃদ্ধি করা হয়েছে।
আগামী ১৪ ও ১৫ নভেম্বরও জাতীয় পার্টির বনানী অফিস থেকে এই মনোনয়ন পত্র বিতরণ করা হবে ।
নতুন সময় অনুযায়ী ১৬ নভেম্বর চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।
এদিকে,দ্বিতীয় দিনের মত আজও সকাল ১০ টা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়।
আজ দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বনানী অফিসে সাংবাদিকদের বলেছেন, সকল দলের অংশ গ্রহণে নির্বাচন উৎসবমূখর হবে। মহাজোটের সাথে আসন বন্টন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি একশ আসন প্রত্যাশা করছে। তবে, আলাপ-আলোচনার মাধ্যমে সব কিছুই চূড়ান্ত করা হবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, তাই জাতীয় পার্টির প্রতি তাদের প্রত্যাশাও বেশি। আর একারণেই জাতীয় পার্টি গণমানুষের জন্য দায়িত্বশীল রাজনীতি করছে। সাধারণ মানুষ নিরাপত্তা আর সুশাসনের ন’বছর এখনো মনে রেখেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*