ভোলায় ১১০ কেজি হরিণের মাংসসহ একজন আটক
জেলার বোরহানউদ্দিন উপজেলায় ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার টবগী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক ঝন্টু চন্দ্র দাস পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর রাজনগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম সিকদার জানান, রাতে টহল পুলিশের একটি দল ঝন্টুকে রাস্তা থেকে বস্তাভর্তি হরিণের মাংস ও একটি চামড়াসহ আটক করে। এসময় তার সাথে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে ঝন্টু জানান, আটক মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের।
« কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) তারেক জিয়ার বিএনপি সুস্থ্য ধারার রাজনীতি’তে ফিরে আসবেনা।। »