নৌকার পক্ষে প্রচারণায় সুইজারল্যান্ড আওয়ামী লীগ
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনী প্রচারণায় দেশের মতো প্রবাসেও বসে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রবাসে থেকেই নৌকার প্রচারণায় নেমেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতকার্মীরা। তৃতীয়বারের মতো দলকে ক্ষমতায় আনতে ‘জননেত্রীর দেয়া প্রার্থী যেই হোক ভোট নৌকায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন তারা।
প্রচারণার অংশ হিসেবে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে ১১ ডিসেম্বর (রবিবার) বিপুলসংখ্যক নেতাকর্মী সারাদিন জেনেভা ও লুজান শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পথসভার মাধ্যমে বাঙালি ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন তারা। সেই সঙ্গে বিভিন্ন পোস্টার এবং প্রচারণাপত্র বিলি করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরেন।
এই নির্বাচনী প্রচারণায় প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং দেশে অবস্থানরত তাদের পরিবার, আত্মীয়- স্বজন ও বন্ধু-বান্ধবদের ভোট নৌকায় দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়। প্রচারণা শেষে অলিম্পিক শহর লুজানের একটি রেস্টুরেন্টের হল রুমে সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের নেতারা।
আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম ভুঁইয়া, গোলাম মোরশেদ সাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার, বিপুল তালুকদার, সৈয়দ কামরুজ্জামান কোষাধ্যক্ষ আব্দুল হক মোল্লা, তথ্য গবেষণা সম্পাদক সসীম গৌড়ীচরণ, আওয়ামী নেতা আশরাফুল ইসলাম আজাদ, কল্যাণ পাল, অশোক কুমার রবি, স্বপন কুমার সাহা, মো: শফিক, রিফাত হাসান খানসহ আরো অনেকে।
এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতি দ্রুত দেশে গিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।