প্রাণের ৭১

দেশ আ’লীগের উপনিবেশে পরিণত হয়েছে: রিজভী

দেশ এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপনিবেশে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশে বিরোধীদলের নেতাকর্মীরা এখন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছেন। তারা যেন নিজ দেশেই পরবাসী। অবৈধ শাসকগোষ্ঠীর বিষাক্ত আক্রমণে সারাদেশ আওয়ামী লীগের উপনিবেশে পরিণত হয়েছে।’

রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে আজ পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল কর্মসূচি পালনে দেশের বিভিন্ন জায়গায় তাদের দলের নেতাকর্মীদের পুলিশ বাধা দিয়েছে।

‘আমাদের নেতাকর্মীরা ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করছেন। কিন্তু পুলিশ তাদের দমনমূলক কার্যক্রম বজায় রেখেছে,’ যোগ করেন রিজভী।

পুলিশ কিছু জায়গায় কর্মসূচি পণ্ড করে দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজে দলের নেতাকর্মী সাথে নিয়ে সকালে রাজধানীর শ্যামলি সিনেমা হলের কাছে কালো পতাকা মিছিল করেছেন।

তিনি দাবি করেন, আগামী বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা সামনে রেখে পুলিশ দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার শুরু করেছে।

তার অভিযোগ, দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া আর কারও মত প্রকাশসহ কোনো ধরনের অধিকার বজায় নেই।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*