দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ হাসিনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩ ও রংপুর- ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন দু’টি থেকে লড়তে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন তিনি।
আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে দলীয় মনোয়নের চিঠি পেয়েছেন। তিনি এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় এই চিঠি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
« প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের সকল চিকিৎসার ব্যয় বহন করবেন (পূর্বের সংবাদ)