নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছেন।
« যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের সকল চিকিৎসার ব্যয় বহন করবেন »