প্রাণের ৭১

বিএনপি প্রযুক্তি বুঝে নাঃ অধ্যাপিকা অপু উকিল

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেছেন, বিএনপি প্রযুক্তি বোঝে না, তাই তারা ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভয় পেয়ে গোড়ামি করছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ইভিএম ব্যবহারে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যাবহার করবে, এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। কেননা আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ প্রযুক্তি জগতে প্রবেশ করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটালাইজড করেছেন। সে কারণে আওয়ামী লীগের প্রযুক্তিতে কোনো ভয় নেই। আমরা প্রযুক্তির পক্ষে।

অপু উকিল বলেন, ইভিএম ডিজিটাল বাংলাদেশের একটি অংশ। এইসাথে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আইনগত ভিত্তি রয়েছে। কিন্তু বিএনপি আইন মানছে না, প্রযুক্তি মানছে না, গোড়ামি করছে। যদিও এটা বিএনপির পুরোনো অভ্যাস। এর আগে বিএনপির আমলে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েও সেই সুযোগ তারা ফিরিয়ে দিয়েছিলো। খালেদা জিয়া বলেছিলো, ‘সমুদ্র তলদেশ দিয়ে ইন্টারনেটের তার নিতে দিলে বাংলাদেশের তথ্য চুরি হবে’। কিন্তু আজ আমাদের টাকা দিয়ে সেই ইন্টারনেট কিনতে হচ্ছে। বিএনপির গোড়ামির কারণেই আজ বাংলাদেশকে এই খেসারত দিতে হচ্ছে।

তিনি আরো বলেন, ইভিএম মেশিনে ভোট চুরির কোনো সুযোগ নেই। এটা বুঝে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কেননা বিএনপির লক্ষ্য হচ্ছে- ভোট চুরি করে যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। সে কারণেই জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ইভিএম নিয়ে মিথ্যাচার করছে। বিএনপির এই মিথ্যাচারে জনগণ সাড়া দেবে না। নির্বাচন কমিশন যেটা ভালো মনে করে, তারা সেটা করবে। ইভিএম নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। কেননা এখানে আইনগত কোনো বাধা নেই।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*