প্রাণের ৭১

এটিই কি পৃথিবীর সবচেয়ে বড় গরু?

পশ্চিম অস্ট্রেলিয়ার নিকার্স নামে এই বলদটির উচ্চতা ১ দশমিক ৯৪ মিটার – বা ৬ ফিট ৪ ইঞ্চি।

এতই বিশাল তার আকৃতি যে তাকে বিক্রির জন্য নিলামে তোলার পর মাংস ব্যবসায়ীরা বলেন, নিকার্সকে তারা নেবেন না – কারণ জবাইখানার ভেতরে তাকে ঢোকানো সম্ভব নয়।

তাই এখনো বেঁচে আছে নিকার্স – তাকে জবাই করা হয় নি।

ফলে পার্থের ৮৫ মাইল দক্ষিণে মিয়ালুপের লেক প্রেসটন খামারে নিকার্স তার বাকি জীবন কাটাবে।
BBChttps://www.bbc.com/bengali/news-46373178






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*