প্রাণের ৭১

ফাহমিদা নবীর সুরে প্রথমবার দেশের গান গাইলেন সামিনা চৌধুরী

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর সুরে প্রথমবারের মতো দেশের গান গাইলেন তার বোন ও দর্শকপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী।

শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্টের মধ্য দিয়ে এ কথা জানান ফাহমিদা।

বাংলাদেশের খ্যাতনামা কিংবদন্তী সংগীতশিল্পী ও সুরকার মাহমুদুন্নবীর দুই মেয়ে ফাহমিদা ও সামিনা সবসময়ই কণ্ঠে ধারণ করেন বাবাকে।

ফাহমিদা ফেসবুকে সবাইকে জানান, ‘আমি এবং আমার পরিবার গানের ভেতর ডুবে থাকা সাধারণ মানুষ। আব্বা গানের পাশাপাশি, গানের কথা লিখতেন, সুর করতেন। আমি সেই ধারাবাহিকতায় চেষ্টা করছি। কিছু গান সুর করেছি আগেও।’

‘তবে আজ আমার মহা খুশির দিন! কারণ আমার এবং সবারই প্রিয় কণ্ঠের অধিকারী আমার বোন, সামিনা চৌধুরী গাইলো আমার সুরে প্রথমবারের মতো গান। তাও আবার দেশের গান!’

‘আমি খুবই আনন্দিত, কারণ সামিনা আপনাদের মতো আমারও প্রিয় শিল্পী। আমাদের জন্য দোয়া করবেন, যেন আরো ভালো কাজ করতে পারি।’

ফাহমিদা জানান, গানটির রেকর্ডিং শেষ, মিক্সিং বাকি রয়েছে। ১১ টি দেশের গান সুর করেছেন তিনি, যা গাইছেন ১১ জন শিল্পী।

এদিকে নিজের বোনের সুরে গান গাইতে পেরে তৃপ্তি প্রকাশ করে সামিনা চৌধুরী বলেন, ‘আমি খুবই খুশি যে, আমি আমার বোনের সুরে গান গাইছি। আমার বাবাও গানের সুর করতেন, গান লিখতেন, ফাহমিদা ধারাটা রাখলো। আশা করছি দেশের গানটি সবার খুব ভালো লাগবে।’https://www.facebook.com/fahmida.nabi/videos/10212722929645112/?t=0






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*