পিয়াঙ্কা এখন বিবাহিত
বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। ভারতের উমেদ ভবন প্যালেসে আজ খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।
নিক জোনাস এর বাবা পল কেভিন জোনাস বিয়ের খবর নিশ্চিত করেছেন। উমেদ ভবনের পেছনের খোলা যায়গায় এই বিয়ের আয়োজন করা হয়েছে। এসময়ের প্রিয়াঙ্কা ও নিকের পরিবারের বিয়ের অনুষ্ঠানের আগে উমেদ ভবনের বারান্দায় লম্বা সময় ধরে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা-নিক।
বিয়ের পর চপার্ড ব্র্যান্ডের আংটি বদল করেছেন এই জুটি। বিয়েতে প্রিয়াঙ্কা রাফ লরেন ব্র্যান্ডের গাউন পরেছেন। নিকও রাফ লরেন ব্র্যান্ডের কালো পোশাক পড়েছেন।
আগামীকাল ২ ডিসেম্বর উমেদ ভবন প্যালেসেই প্রিয়াঙ্কা ও নিকের হিন্দু রীতিতে বিয়ে অনুষ্ঠিত হবে। টাইমস অব ইন্ডিয়া
« বীরপ্রতীক তারামন বিবি মারা গেছেন। (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতির পিতার সমাধীতে প্রানের ৭১ এর নেত্ববৃন্দের শ্রদ্ধা নিবেদন »