সীতাকুন্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত
চট্টগ্রাম প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক আবদুল্লাহ আল মামুন (৪০) নিহত হয়েছেন। বুধবার (৫ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর আবদুল্লাহ জানান, ফরিদপুর সদরের মৃত হাশেম শেখের ছেলে বাসচালক আবদুল্লাহ আল মামুন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জানান, সকাল পৌনে সাতটার দিকে বাসচালক আবদুল্লাহকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
« একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪০১৯৯ ভোট কেন্দ্রের প্রজ্ঞাপন জারি (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা ১১ই ডিসেম্বর »