আজ মিরসরাই (চট্টগ্রাম-১) হিঙ্গুলি ইউনিয়নে নৌকা প্রতীকে জনসংযোগ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ ২১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ০৭ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম -১ মীরসরাইয়ের ২ নং হিঙ্গুলি ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে দিনব্যাপী গণসংযোগকালে ধুমঘাট চান মিয়া হাই স্কুল ভোট কেন্দ্রের আওতায় গণক ছড়া গ্রামে ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর পাড়া বৈঠকে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এতে হিঙ্গুলি ইউনিয়নের জন সাধারনের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
« ড. কামালকে লন্ডনে বাড়ী কিনে দিলেন তারেক (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) আইএসআই ও জামাত বিএনপির যোগাযোগ জাতীর জন্য উদ্বেগ জনক- শাহরিয়ার কবির »