প্রাণের ৭১

সাভারে সড়কের পাশে হাত পা বাঁধা লাশ উদ্ধার।

সাভারের ধামরাই মহাসড়কের পাশ থেকে আবুল বাশার নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল বাশার ধামরাইয়ের আকিজ টোবাকো কোম্পানির ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ছিলেন।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জয়পুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল বাশার ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকার মৃত আ. রহমান মাতবরের ছেলে।

ধামরাই থানার এসআই ভোজন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে সিএনজির এক কর্মচারী রাস্তার পাশে হাত-পা বাঁধা লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল করার সময় লাশের শরীরে আঘাতের চিহৃ দেখা যায়।

তিনি জানান, লাশের গায়ে জ্যাকেটের বামপাশের পকেট থেকে আবুল বাশার নামে আকিজ টোবাকো কোম্পানির একটি আইডি কার্ড পাওয়া যায়। তবে আইডি কার্ডে ফ্যাক্টরির ঠিকানা টঙ্গী গাজীপুর উল্লেখ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*