জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে বিজয়ী যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির চেয়ারম্যাান হুসেইন মুহম্মদ এরশাদসহ জয় পেয়েছন ২২ প্রার্থী।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তরা।
বিজয়ী হওয়া লাঙলের প্রার্থীরা হলেন- মসিউর রহমান রাঙ্গা (রংপুর-১), হুসেইন মুহম্মদ এরশাদ (রংপুর-৩), রওশন এরশাদ (ময়মনসিংহ-৪) ও ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), রানা মোহাম্মদ সোহেল (নীলফামারী-৩), আহসান আদেলুর রহমান (নীলফামারী-৪), জি এম কাদের (লালমনিরহাট-৩), পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-২) ও শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা-১)।
আবু হোসেন বাবলা (ঢাকা-৪), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬), মুজিবুল হক (কিশোরগঞ্জ ৩), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) ও সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫)। ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ।
এছাড়া বিজয়ী হয়েছেন লাঙলের পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), নাসরিন জাহান রত্না (বরিশাল-৬) ও রুস্তম আলী ফরাজী (পিরোজপুর-৩)শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২) ও নুরুল ইসলাম তালুকদার (বগুড়া-৩)।