বিজয় মিছিল নয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে – কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল ও উৎসব না করার আহ্বান জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ভোটের মালিক জনগণ। আমরা যতদূর খবর পেয়েছি, আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হওয়ার পথে। সে কারণে দলীয় নেতাকর্মীদের প্রতি আমাদের নিদের্শনা হচ্ছে, আমরা এখনই কোন বিজয় মিছিল, সমাবেশ বা উৎসব করবো না। আপাতত দলের সর্বস্তরের নেতাকর্মীকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলা হলো।
রবিবার বিকালে ভোটগ্রহণ শেষে গণমধ্যমকে তিনি একথা বলেন।
আরও বলেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি কাল্পনিক অভিযোগ তুলেছে। কোনভাবেই তাদের কোন উস্কানির ফাঁদে পড়া যাবে না। আগামীকাল দলের পরবর্তী করণীয় নিয়ে জানানো হবে।
« শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নির্বাচনী সহিংসতায় ১০ জেলায় প্রাণ গেল ১১ জনের »