চিটাগাংয়ের অধিনায়ক মুশফিক, নতুন কোচ সায়মন
পুরনো দল রাজশাহী কিংস তাকে দলেই রাখেনি।মুশফিকুর রহীমের বদলে আইকন বা এ প্লাস ক্যাটাগরিতে রাজশাহী কিংস বেছে নিয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে।
একসময় মনে হচ্ছিল মুশফিককে আইকন বা এ প্লাস ক্যাটাগরিতে কেউ কিনবে না। তাকে রীতিমতো প্লেয়ার্স ড্রাফটেই উঠতে হবে। তবে শেষ মুহূর্তে প্লেয়ার্স ড্রাফট শুরুর ঘণ্টাখানেক আগে মুশফিককে প্লেয়ার্স ড্রাফটের বাইরে রাখার সিদ্ধান্ত হয়।
সেখানেই উৎসাহী হয়ে আইকন বা এ প্লাস ক্যাটাগরিতে মুশফিকুর রহীমকে দলে নিয়েছে চিটাগাং ভাইকিংস। অনেক নাটকের পর চিটাগাং ভাইকিংসে নাম লেখাতে পারলেন দেশের অন্যতম সেরা এই উইলোবাজ কাম উইকেটকিপার। শুধু নাম লেখানোই নয়। চিটাগাংয়ের এবারের অধিনায়কও মনোনীত হয়েছেন মুশফিক। আজই আনুষ্ঠানিকভাবে মুশফিককে অধিনায়ক ঘোষণা করেছে চিটাগাং ভাইকিংস।
« বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত »