বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১ জানুয়ারি) এ গেজেটে সই করেছেন সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসি সচিবের সই করা ২৯৮ নির্বাচিত প্রার্থীর গেজেট ছাপানোর কাজ চলছে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেসে। রাতের মধ্যেই গেজেট ছাপানোর কাজ শেষ হবে।
উল্লেখ্য, রীতি অনুযায়ী, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়।
সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কত দিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
« ভোটের ময়দানে হিরোগিরি দেখাতে ব্যর্থ হিরো আলম’ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিটাগাংয়ের অধিনায়ক মুশফিক, নতুন কোচ সায়মন »