প্রাণের ৭১

শেখ হাসিনার কৃতিত্ব গণতান্ত্রিক বিশ্বে বিরল: এরশাদ

চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৃতিত্ব গড়েছেন তা গণতান্ত্রিক বিশ্বে বিরল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

একাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হওয়ায় শনিবার শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন তিনি। খবর ইউএনবির

এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়।

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধীদল জাতীয় পার্টি সব সময় সরকারকে সহযোগিতা করবে।

এদিকে, ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নেয়ায় এরশাদ তাকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ড. শিরীন বিগত আমলে যে অসাধারণ দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সংসদ পরিচালনা করেছেন তার ধারাবাহিকতা এবারও বহাল থাকবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*