ইকুয়েডরে পুনর্বাসন ক্লিনিকে আগুনে নিহত ১৮
ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের একটি পুনর্বাসন ক্লিনিকে আগুন লেগে ১৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
মদ্যপ ও মাদকাসক্তদের চিকিৎসা চলা ‘নিউ লাইফ’ ক্লিনিকে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নেভাতে কমপক্ষে ৬০ জন দমকলকর্মী যোগ দেন।
নিহতের বেশিরভাগ ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে ইকুয়েডরের গণমাধ্যম এল ইউনিভার্সো।
কর্তৃপক্ষ আগুন লাগার কারণ প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ক্লিনিকের কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে জাজিমে আগুন লাগিয়ে দিয়েছিল।
ইকুয়েডরে মদ্যপ ও মাদকাসক্তদের পুনর্বাসন ক্লিনিকগুলো বেশিরভাগ বেসরকারিভাবে পরিচালিত এবং এসবের উল্লেখযোগ্য সংখ্যকের নিবন্ধন নেই ও আগুনের ঝুঁকি রয়েছে।
« ‘বন্দুকযুদ্ধে’ নিহত বিল্লালের মা আটক (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিয়ানমারে রয়টার্সের দণ্ডপ্রাপ্ত ২ সাংবাদিকের আপিল খারিজ »